Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইচ্ছে করে

ইচ্ছে করে ভাবতে আমার ইচ্ছে করে লিখতে,
মায়ের কাছে শিশুর মতো নতুন কিছু শিখতে।
ইচ্ছে করে আঁকতে আমার ইচ্ছে করে গাইতে,
আকাশ পানে উড়তে ডানা রবের কাছে চাইতে।

 

ইচ্ছে করে খেলতে আমার ইচ্ছে করে পড়তে,
পাখির ছানা পাড়তে গাছে রোজ বিকেলে চড়তে।
ইচ্ছে করে ঘুরতে আমার ইচ্ছে করে হাঁটতে,
বাবার মাঠে কৃষক হয়ে ইচ্ছে মতো খাটতে।

 

ইচ্ছে করে দেখতে আমার ইচ্ছে করে বলতে,
উদাস কবির ভাবনা ভেবে একলা একা চলতে।
ইচ্ছে করে ভাসতে আমার ইচ্ছে করে হাসতে,
বীর পালোয়ান সৈনিক হয়ে অত্যাচারী নাশতে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ