উৎসবে মাতি
পূজা এলো পাশের বাড়ি
ঢাক বাদ্য বাজে
নতুন পোশাকে বর্ণিল হয়ে
মনের মতো সাজে।
হিন্দু মুসলিম নেই ভেদাভেদ
উৎসবে মাতি সবাই
ধর্ম, বর্ণ নির্বিশেষে
আমরা সাম্যের গান গাই।
বছর ঘুরে এলো পূজা
বাজছে খুশির ডাক
দুর্গা এসেছে রথ চড়ে
দুশমন বিনাশ হোক।