Skip to content

১৯শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাসন চাই

আমি নির্বাসন চাই!

তোমার রঙ মিশ্রিত ভালোবাসা থেকে, যে ভালোবাসা আমাকে দিয়েছে অস্থিরতা। যে ভালোবাসা আমাকে করেছে তিলেতিলে নিঃশেষ। 

 

আমি নির্বাসন চাই!
তোমার চোখের অপলক দৃষ্টি হতে, যে চোখে দেখেছি আমি শ্রাবণের কালো মেঘ। যে চোখে বয়ে চলে দিবারাত্রি কামিনীর আবেশ।

 

আমি নির্বাসন চাই!
ভবঘুরে মগজে কুঁড়ে খাওয়া তুই হতে, যে তুই আমাকে করেছে স্বপ্ন বিলাসী। যে তুইয়ের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমার জন্ম আজন্মের পাপ।

 

নাদিয়া আজ আমি সত্যিই নির্বাসন চাই!
তোর আবেগ, বিবেক, অনুভূতি থেকে। যে আবেগ, বিবেক, অনুভূতির কাছে আমার অধিকার গুলো খুবই তুচ্ছ।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ