Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চলো থাকি পাশাপাশি

চারিদিকে হতাশা, বিবর্ণ একাকী দুপুর

হালচাল ভালো নেই

প্রেয়সীর চোখে থাকে রাত জাগা ভোর।

 

তুমি ভালো নেই, আমি ভালো নেই; নেই ভালো কেউ

ভিখারি ফিরছে ঘরে শূন্য হাতে

কুকুরটা হোটেলের বারান্দায় করছে ঘেউঘেউ।

প্রিয়সব দূরে রয়; কেউবা ফেলে রাখে,

কেউবা চেয়ে দেখে জীবনের ক্ষয়;

শূন্যতায় ঘরে ফিরে হতাশায় মুখ মুছি

জীবনের বাঁকে ডাকে এমন আরো কতজন!

 

মায়ায় ভুলে থাকি ব্যথার পাহাড়

পিছনে ডাকে স্মৃতি; হায়, এই তো জীবন।

শেষের বিজ্ঞাপন; দেয়ালে সাঁটালো যেন কে!

ঐ যে যাচ্ছে আমার প্রতিবেশী

দ্যাখো, লেখা আছে আমারও যেতে হবে যে!

 

চলো ছাড়ি হিংসা – দ্বেষ, হাতে রাখি হাত

যে গেছে আমার আগে

আমারও তো আসতে পারে ডাক! 

চলো থাকি পাশাপাশি, হাত ধরে কাছাকাছি

কেউ কি বলতে পারি, কে কাকে দিবো ফাঁকি?

যেটুকু সময় আছি, চলোনা মায়ায় বাঁচি।

 

তুমি যদি থাকো পাশে নই আমি একা

বিভেদের রেখা কেন, তবে?

যদি নামি এই পথে ; জানি, হবেনা তো দেখা!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ