পেন্ডুলাম
চোখ থেকে মুগ্ধতার পর্দা সরে গেলে
পড়ে থাকে কুৎসিত একদলা অন্ধকার
তড়িঘড়ি করে নটে গাছটি মুড়িয়ে ফেলবে!
জীবন তো রূপকথার কোনো গল্প নয়,
সোনারকাঠি রুপোরকাঠি আর জাদুর কৌটায়
ডাইনির প্রাণভোমরা লুকোনো থাকে না
এখানে জীবন সংঘর্ষময়- প্রতিনিয়ত সংশয়
বিশ্বাস অবিশ্বাসে দোদুল্যমান প্রতিটি ক্ষণ,
পাংশুটে সময়ের পেন্ডুলামে দুলতে থাকে
অমীমাংসিত গল্পের শেষ অধ্যায়
আর আমরা নিয়তির মতো ক্ষয়ে যাই যাপিত
জীবনের যাবতীয় সন্তাপ নিয়ে।