মা
দুই যুগেরও বেশি হলো
দেখিনা মা তোরে
তুই বিহনে সুখ পাখিটা
আসে না এই ঘরে।
পাইনা যে তোর মিষ্টি শাসন
পাইনা আদর সুখের
তুই বিহনে তুমুল ঝড়ে
ভাঙ্গে পাঁজর বুকের।
মায়ের স্নেহ শ্রেষ্ঠ নাকি
অন্য মুখে শুনি
সেই মমতা পাই না যে মা
হাজারো দিন গুনি।
বুঝতে পারি সঙ্গটা তোর
ভাগ্যে নেই যে লেখা
কবর দেশে গেলে মাগো
পাই যেন তোর দেখা।