একুশ মানে
একুশ মানে স্মৃতির ব্যথা
মায়ের চোখের জল
একুশ মানে বাঙালিদের
বাংলা ভাষার বল।
একুশ মানে মাতৃভাষায়
মনের কথা বলা
একুশ মানে বীর শহীদের
শ্রদ্ধাঞ্জলি ঢালা।
একুশ মানে প্রাণের ভাষা
মায়ের মুখের গল্প
একুশ মানে রক্তে ভেজা
চেতনারই কল্প।
একুশ মানে শ্রদ্ধাঞ্জলি
প্রভাত ফেরির গান
একটু মানে ভাইয়ের দেওয়া
অমূল্য এক দান।