চারাক্ষরের দীপ্ত কবিতা
কষ্টগুলো যেন দুরন্ত বালক। ঢিল ছুঁড়ে,
কাঁচের মতোন ঠাসঠাস করে ভেঙে যায়
অধিক শোকের পাথুরিয়া ব্যথিত হৃদয়।
তুমি বলেছিলে-ভাঙ্গা মনে নাকি বিধাতার
শান্তি জমা হয়। সহ্যের চাদর পরে তাই
অপেক্ষায় থাকি আর দিগন্তের ক্যানভাসে
দূর থেকে কোন শুভ বার্তার প্রচ্ছদ খুঁজি।
কোথায় তুমি প্রেয়সী? দ্যাখো, চোখের বর্ষায়
শিউলির হাসি, পালতোলা নৌকায় হিমেল
বাতাসের আদুরে ছোঁয়ার পরম পুলক।
মনের শরত জুড়ে নৃত্যরত শুভ্র স্নিগ্ধ
কাশের কোমল আলোড়ন। নরম রোদ্দুর
আর শান্ত বাতাসের সাথে খেলে খেলে
আমি নীলাকাশে শাদা মেঘের পাহাড়ে উঠি।
আমি বুঝে গেছি, তুমি দুঃখ জয়ের চারাক্ষরের
একটি অর্থবহ জীবনের দীপ্ত কবিতা
শারদ ছন্দে কুসুমিত তোমার কাশফুল মন।
অনন্যা/এসএএস