Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনডিপিতে কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর কান্ট্রি ইকোনোমিস্ট হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে নীতি ও কৌশলগত পরামর্শ দিবেন তিনি।

 

ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।

 

জানা যায়, ১লা জুলাই থেকে তিনি ইউএনডিপি ঢাকা কার্যালয়ে নতুন যাত্রা শুরু করবেন। এক বছরের জন্য তার লিয়েন (বৈদেশিক চাকরি) মঞ্জুর করেছে সরকার। এই সময় তিনি সরকার থেকে কোন সুযোগ-সুবিধা পাবেন না বলে জানা যায়। পরবর্তীকালে ধাপে ধাপে তার লিয়েনের মেয়াদ বাড়তে পারে। ইউএনডিপিতে এই প্রথম কান্ট্রি ইকোনমিস্ট পদ সৃষ্টি করা হল।

 

তিনি সরকারের পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

নাজনীন আহমেদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন ও এনজিও ফাউন্ডেশনেরও একজন সদস্য।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ