Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলম

কলমকে ছেটে ফেলতে চেয়ো না
চারিদিকে সহস্র মুকুল
ওই যে স্থির,শান্ত নদীর দু'কূল
জনজোয়ারে ছলাৎছল

 

আপাত শান্ত যাপনের মাঝে
মুখে উল্কি, বুকে যেন বাজে
গণস্বার্থে লাগলে আঘাত
বাতাসে নড়ে ওঠে, তথ্যের কল

 

শিখেছো শুধু, ঢেকে ঢেকে রাখা
জারি রেখেছো, চেপে রাখার সমস্ত কৌশল
সত্যের বেগ কখনো লুকিয়ে রাখা যায় না
প্রতিবাদ প্রতিরোধে, খুলে যায় বিলকুল

 

কলম হলো তোমার আমার মুখের সামনে আয়না

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ