মন বসেনা ঘরে
শরত এলে মন বসেনা
ঘরের ভেতরে
শরত আমায় পাগল করে
নানা উপাচারে ।
শরত আমায় উদাস করে
শুভ্র মেঘের দল
শরত আমায় বিভোর করে
শুভ্র কাশফুল ।
শরত প্রভাত হাতছানি দেয়
ঝিরঝিরে বাতাস
শরত আমায় মুগ্ধ করে
নীল সুভাষিত আকাশ ।
ছাতিম ফুলের সোঁতা গন্ধ
মন আনচান করে
শরত ভোরে পাখির ডাকে
ঘরে বসেনা মন ।
শরত জোসনা বাহির টানে
থাকতে চায়না ঘরে
শরত ঋতু কেবলই আমায়
বাঁধে প্রীতিডোর।