হেমন্ত আসে সন্যাসী ধ্যানে
নিঃসঙ্গ সাধনায় শান্ত সৌম্ম হেমন্ত দুপুরসবুজের আয়ু ছিঁড়ে বাজে ঝরাপাতার নূপুর।সন্যাসী ধ্যানে সাধে, উত্তরের বায়ুর বিষণ্ণতাপথে পথে হলুদ পাতার ঘরছাড়া আকুলতা। আহা-রে হেমন্তকৃষাণীর নোলকের মতো নুঁয়েছে ধানের শিষেভরা ফসলের মাঠ এনেছে কার্তিকের শেষে।অরণ্যের মাদকতা...