Skip to content

স্বাধীনতা তুমি এলে


স্বাধীনতা তুমি এলে
আলতা রাঙ্গা পায়,
স্বাধীনতা তুমি এলে
শহর থেকে গায়।

স্বাধীনতা তুমি এলে
রক্তিম সূর্যের মতো,
স্বাধীনতা তুমি এলে
পুষ্প ফুটলো শত।

স্বাধীনতা তুমি এলে
অশ্রু সিক্ত চোখে,
আজ ও লোনা জলে ভাসি
ভাই হারানোর শোকে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ