আমার মৃত্যুর পর

আমার মৃত্যুর পর
যদি ময়না তদন্ত করা হয়
তবে জেনো
অস্থিমজ্জা অন্তর পরাণে
শুধু খুঁজে পাওয়া যাবে
ক্ষত-বিক্ষত হওয়ার দাগ,
অনাদর অবহেলা আর
ভালোবাসার অভাবে
একটা প্রানের
ধীরে ধীরে নিহত হওয়ার চিন্হ।
লাবণ্য রহমান প্রকাশ:
আমার মৃত্যুর পর
যদি ময়না তদন্ত করা হয়
তবে জেনো
অস্থিমজ্জা অন্তর পরাণে
শুধু খুঁজে পাওয়া যাবে
ক্ষত-বিক্ষত হওয়ার দাগ,
অনাদর অবহেলা আর
ভালোবাসার অভাবে
একটা প্রানের
ধীরে ধীরে নিহত হওয়ার চিন্হ।