আলোর সন্ধান
আঁধারে কেটে যাচ্ছে,জীবনের সুদীর্ঘ গতিপথ,বিমর্ষ বেদনায় সময়গুলো বিপর্যস্তঅপূর্ণতায় পরিপূর্ণ জীবনের মনোরথ। টর্চের মৃদু আলোয়কৃত্রিম প্রশ্বাসে বাঁচার অভিলাষ,স্বাচ্ছন্দ্যহীন জীবনতরী মাঝ বন্দরেসীমাহীন যাতনায় আঁধারেতে বসবাস। অদৃষ্টের বাড়াবাড়ি অমাবস্যার রাজত্বপৌঁছায় না আলো সেথা তিমিরে মত্ত।