আমার জন্মভূমি
আমি তার পরিচয়ে হাসি, তার পরিচয়ে কাঁদি,
তার জলে ডুবি, তার জলেই ভাসি,
তার নরম দেহে আলিঙ্গন করি,
তার কাছে সুখ খুঁজি, দুঃখ খুঁজি,
তার বাতাসে নিঃশ্বাস নেয়,
তার ছায়ায় আশ্রয় যাচি,
চরণ ফেলি তার নরম রসালো বুকে,
তপ্ত তৃষ্ণায় তার বুকের সুধা পান করি,
দৃপ্ত কণ্ঠে শুধু তার গান গাই,
যেখানে যায় শুধু খুঁজি তারে-
অপার মহিমায়।
আমি তার সীমায় অবরুদ্ধ হই বারবার
আবার মুক্তির গান গাই তার,
তার লতায় পাতায় নিজেকে জড়ায়,
তার শীতল শয্যায় নিবাস গড়ি,
তার আঁচলে মায়া যাচি,
তার এলোচুলে বারবার প্রেমে পড়ি,
তার বুলির বিহনে কেঁদে মরি,
রক্তাক্ত ক্ষত বুকে সবুজের আলপনা আঁকি,
তার দুঃখ বিহনে জীবন ত্যাগী,
তার বুকে অবিরত চলি;
তার বুকে সোনালী রং আঁকি,
তার বুকের রেণু বিধৃত কদম তুলি ,
তার চিলতে হাসিতে নবান্ন দেখি,
তার দাবদাহে পুড়ি-
তার ধুলোয় বারবার লুটিয়ে পড়ি।
আমি তার ঝর্ণায় বারবার ভিজি,
তার শাখায় রঙিন প্রচ্ছদ আঁকি,
তার বুকে ঘুরি ফিরি বসতি গড়ি,
তার বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হই,
আবার আশা নিয়ে ঘুরে দাঁড়ায়;
তার রসে রূপে-
নিজেকে বারবার রূপায়িত করি,
হে আমার মাতৃভূমি,
হে আমার জননী, জন্মভূমি-
তোমায় বড্ড বেশি ভালোবাসি।
টিটোন হোসেন
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা।