Skip to content

১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে ড্রাম বন্ধী লাশ উদ্ধার

শুক্রবার রাতে বরিশালের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ডে যাত্রীবোঝাই বাসে ড্রামের ভেতর থেকে সাবিনা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করছে পুলিশ।  

সাবিনা বেগন মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং কাতার প্রবাসী শহিদুল হাওলাদারের স্ত্রী। 

পুলিশ জানায়, ওই নারীকে হত্যা করে ড্রামে লাশ ভরে বাসে রেখে পালিয়ে যায় খুনিরা। আরসি পরিবহনের বাসটি বরিশালের নথুল্লাবাদ থেকে গৌরনদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। যাওয়ার পথে পড়িয়ারপাড়ায় আসলে একজন ড্রামটি বাসে তুলে দিয়ে হেলপারকে বলে তার লোকজন ভুরঘাটা থেকে ড্রামটি নিয়ে যাবে। বাসটি রাত সোয়া ৮টায় ভূরঘাটা বাসস্ট্যান্ডে পৌঁছলে ড্রামটি নিতে কেউ আসে না। বাস স্টাফ ও স্থানীয়দের সন্দেহ হলে ড্রামের ঢাকনা খুলে ওই নারীর লাশ দেখতে পান। পরে পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে।    

ওসি আফজাল হোসেন জানান, ওই নারীর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাবিনাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ