Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শব্দরা কবিতা নয়

আমার মস্তিষ্কের নিউরনগুলো ভক্ষণ করছে বেজন্মা শব্দরা,
বাঁজখাই দুপুরের দাঁতাল রৌদ্রের মতো নিষ্পেষিত করে কামুক যৌবন।
শব্দরা আমার চেতনাকে বারংবার ধর্ষণ করে,
কখনো প্রত্যক্ষ ,কখনো পরোক্ষ, আবার কখনো মনোধর্ষণে।

তারা অন্বেষণ করে নারীর দগদগে শরীর,
যুগল পয়োধর,কুন্তলের সুঘ্রাণ।
বেজন্মা শব্দরা ধর্ষিত নারীর বুকের উপর নৃত্য করে,
মানবতার আর্তচিৎকার তাদের চিত্তকে
আন্দোলিত করে।

মুখ থুবড়ে পড়ে থাকে মদিরামত্ত কামুক রসে,
শব্দরা কোনো কবিতা সৃষ্টি করতে আসেনা।
তারা দৃষ্টিহীন,বধির,বর্ণচোরা।
তবে এক সময় তারা এসেছিল, আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ,জ্বলন্ত লাভায়,
নজরুলের ডাগর অক্ষিতে,ঝাঁকড়া চুলে।

কবিতা সৃষ্টি করেছিলো সুকান্তের পোড়া রুটিতে,প্রীতিলতার জঠরে,
ক্ষুদিরামের চেতনায়।
তারপর? তারপর কোথায় যেন সব হারিয়ে গেলো।

শত বছর কেটে গেল। আর দেখা মেলেনি কখনও।
এখন শব্দরা পড়ে থাকে মাদকাসক্তে।
শব্দ থেকে সৃষ্টি হয় না আর কোনো কবিতা।

অনন্যা/এআই

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ