দেশে কারফিউ জারির পরামর্শ সুবর্ণা মোস্তফার
করোনা ভাইরাস শনাক্ত হওয়ার প্রায় একবছরের মাথায় দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথমবারের তুলনায় বেশ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন দেশ৷ তাই এমন পরিস্থিতিতে দেশে আরও কড়া লকডাউন এমনকি প্রয়োজনে কারফিউ জারির পরামর্শ দিলেন অভিনেত্রী, প্রযোজক ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেন , ‘লকডাউন আরো জোরাল করা উচিত। আমরা এখন পর্যন্ত মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। জীবন সবার আগে।’
তার এই পোস্ট সমানভাবে আলোচিত সমালোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। কিন্তু অনেকেই আবার স্বল্প আয়ের মানুষের দিনযাপনকে বিবেচনায় এনে সুবর্ণার এ স্ট্যাটাসের সমালোচনা করছেন।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ায় সরকার আবারও হাঁটেন লকডাউনের পথে। কিন্তু কঠোরভাবে লকডাউনের ঘোষণা দিয়েও তেমন কার্যকর করা যায়নি এবারের লকডাউন। অবশেষে আগামী ২৮ এপ্রিলের পর লকডাউন বৃদ্ধি না হওয়ার ঘোষণা দেয়া হয়।