ভয়ঙ্কর কালরাত্রি

মহাবিশ্বের কলঙ্কময় নিন্দিত এক অধ্যায়
ইতিহাসের জ্বলজ্বলে ঘৃণিত পাপের চিত্র
নরকের আবহের হিংস্রতা চারিপাশ জুড়ে
ছোপ ছোপ লাল রক্তের জমে যাওয়া দাগ।
ছাপিয়ে যায় অতীত হিংস্রতার সকল লজ্জা
ফজরের সুমধুর আজানের ধ্বনি উপেক্ষিত
কাকুতি মিনতির নিষ্ফল আবেদন হাহাকারে
মাসুম নিষ্কলঙ্কের মায়া মুখে বেজায় শুষ্কতা।
রচিত স্বপ্নদ্রষ্টা মহানায়কের বিদায় আখ্যান
বিউগলে করুণ সুর ছেঁয়ে যায় বিষাক্ত সুরে
হতবাক অবাক বিস্ময়ে চেয়ে রয় এ জামানা
উন্মত্ত উন্মাদনার উল্লাসে মত্ত হায়েনার দল।
অনন্যা/এসএএস