ইচ্ছে জাগে
ইচ্ছে জাগে পাখি হয়ে
নীল আকাশে উড়তে
ইচ্ছে জাগে মেঘ হয়ে
ভেলা হয়ে ভাসতে।
ইচ্ছে জাগে ফুল হয়ে
গাছের ডালে ফুটি
ইচ্ছে জাগে সূর্য হয়ে
পুব আকাশে উঠি।
ইচ্ছে জাগে রাতের আকাশে
তারা হয়ে জ্বলি
ইচ্ছে জাগে চাঁদ হয়ে
মনের কথা বলি।
ইচ্ছে জাগে সারা বাংলা
ঘুরে ঘুরে দেখি
ইচ্ছে জাগে দেশকে নিয়ে
পদ্য শুধু লিখি।
অনন্যা/এসএএস