শ্রাবণে এসো ফিরে
শ্রাবণে সঘন জলভরা মেঘেদের দলে
এসেছো কি! রিমঝিম বর্ষার মায়া ছলে,
মনে পড়ে: সেদিনের বৃষ্টি বিধূত গোধূলি
তাই কি কেঁদে কেঁদে সেকথা যাও বলি।
মরুতে এসো গো জলের দেশের কন্যা,
অঝরে ঝরেঝরে ভাসাও প্রেমের বন্যা।
ঘরের কোনে কর্মজীবন নিঃসঙ্গতা পাক
বৃষ্টিতে মুছে যাক রাজপথে রক্তের দাগ।
এসো নিবিড় শ্রাবণের বিরহ বাদল দিনে
আকাশ পারে উতলা মেঘেদের পথ চিনে।
আজ ভরদুপুরে তুমুল বৃষ্টি ঝরে পড়ুক খুব
ঘরে ফেরা কিশোরীরা ভিজে হোক চুপচুপ।
মুষল ধারায় বৃষ্টি ঝরে দিক-দিগন্ত ডুবে যাক
আমার ঘাটে তোমার তরী নাইবা বাঁধা থাক।