বন্ধু মানে
বন্ধু মানে মনের মিলন
মনে মনে ভাব,
বন্ধু মানে ভুল কাজেও
নেই তো কোনো চাপ।
বন্ধু মানে সুখের সময়
তাকে খুঁজে নেওয়া,
বন্ধু মানে দুঃখের সময়
তাকে পাশে পাওয়া।
বন্ধু মানে অভিমানে
হাতটা নাহি ছাড়া,
বন্ধু মানে সারা জীবন
খোলা মনের পাড়া।
বন্ধু মানে খুলে বলা
না বলা সব কথা,
বন্ধু মানে ভালোবাসা
বিনে সুতায় গাঁথা।
বন্ধু মানে সাদা কালা
নয়তো ভেদাভেদ,
বন্ধু মানে মনের মিলন
ভুলে মনের জেদ।
অনন্যা/এসএএস