বিশেষ মূল্য ছাড়
তেলের বোতল বীরের মত
শিনা টেনে বলে,
দাম যদিও আকাশচুম্বী
তেল ছাড়া কি চলে!
তেলের বড়াই শুনেই আগুন
চালের বস্তা বলে,
আমায় ছাড়া বাঁচতে চাইলে
পেটে আগুন জ্বলে।
পেঁয়াজ মিয়া লাজুক হেসে
ফিসফিসিয়ে বলে,
আমার গায়ে ঝাঁজটা ভীষণ
ভাসাই চোখের জলে।
আমজনতা কষ্ট চেপে
অট্ট হেসে বলে,
'মানুষের দাম কমছে শুধু
মূল্য ছাড়ের ছলে!'