প্রতিদানের উপকথা
বিভক্ত জমিন নিয়ে আমাদের প্রায়ই কথা হয়।
বিবাদ হয়,দাবি-দাওয়া নিয়েও। অথচ সমুদ্রের
হিস্যা মিলাবার কথা এলেই,
আমরা প্রসঙ্গ পাল্টাই।
আমরা ভালোবাসার প্রতিদান পেতেও ভালোবাসি।
আমরা,পছন্দ করি ভাগ করে খেতে বাগানের আপেল।
কিংবা না পাওয়া আঙুরফল টক বলে আমরা,
যে উপাখ্যান পাঠ করেছিলাম-
সেই সহজলভ্য আঙুর মুখে দিয়েও তার
স্বাদ উপভোগ করি যৌথ-আঙিনায়।
আর যে আকাশ নিয়ে তুমি প্রতিদিন
ঝগড়া করো-
তাতে আমার পাওনা অংশ তোমার কাছে তো
বিক্রি করেছি বহু আগেই !
শুধু এর দামটুকুই পাওনা বাকি আছে,
বাকি থেকেও যাবে আজীবন