পহেলা বৈশাখে
পহেলা বৈশাখে
নববর্ষ মেলায় সারা বাংলা মেতে থাকে।
নকশী আঁকা পথে
মঙ্গল শোভাযাত্রা চলে রঙবেরঙের রথে।
ঢাক ও ঢোলের তালে
নতুন দিনের হাওয়া লাগে জীবননায়ের পালে।
পান্তা-ইলিশ খেয়ে
মাতাল হৃদয় নেচে ওঠে বৈশাখী গান গেয়ে।
নাগরদোলায় চড়ে
আনন্দ-উল্লাসে সবাই অনেক মজা করে।
শিশুকিশোর দলে
ভুভুজেলা বাঁশির সুরে নেচে যায় উচ্ছলে।
গাঁয়ের খোলা মাঠে
ষাঁড়ের লড়াই, ঘোড়ার দৌড়ে ভালোই সময় কাটে।
এমন মজার দিনে
ছেলেমেয়ে হাঁড়িপাতিল, মাটির পুতুল কিনে।