সিংহ মশাই
সিংহ মশাই সিংহ মশাই আপনি বড় কসাই;
জঙ্গল পুড়ে ছাই হয়েছে নতুন রাজা বসাই।
যিনি হবেন দলপতি,
ভালো তারই মতিগতি।
এবার সরে দাঁড়ান দেখি তারে আমরা আনি;
রাজা হবে বিজ্ঞ বিড়াল সবার চেয়ে জ্ঞানী!
বিড়াল কারও প্রাণ কাড়ে না, কাঁটা পেলেই খুশি;
একটু দুধের জন্য রোজই সেও যাবে তুষি।
সিংহ সবার প্রাণটা কারে;
গায়ের জোরে বারেবারে।
রাত্রি জেগে বিজ্ঞ বিড়াল দেখে রাখবে সবই;
যতক্ষণ ওই পুব আকাশে না উঠিবে রবি।
শাসক যদি শোষণ করে আগের দিনের মতো,
আঘাত দিয়ে গায়ের মাঝে করে দেয় গো ক্ষত।
তবে কে চায় সিংহের শাসন;
হোক না তারই বজ্রভাষণ!
আমজনতা বিপথগামী বিচার দেবে কারে;
রাজ্যটারে গায়ের জোরে করে তারে-নারে।