প্রেম
চর্যাপদে ছিলাম আমি
বৈষ্ণব পদে ও আমি
মঙ্গলকাব্যে ছিলাম আমি
অনুবাদ কাব্যে ও আমি
আমিই আমার মহাকাব্য
আমি ই আমার গাথা
আমি ই আমার আখ্যান
আমি ই আমার চরিতামৃত
আর তুমি? তুমি তো জন্মবীজ
মাগধী অপভ্রংশ থেকে
উৎপত্তি হওয়া প্রিয় বাংলা ভাষা
সহস্র জনমের সাধনায় তোমাকে পেয়েছি প্রিয়তমা!