রাসেল

লাল টুকটুকে ছোট্ট একটা ফুলের নাম রাসেল
বঙ্গজননী, কালো খোঁপা লাল ফুল, সৌন্দর্য অপার
আজ তোমার জন্য বাঁধ ভাঙা চোখের জল
আজ তোমার জন্য পদ্মা-মেঘনা-যমুনা তরঙ্গ উচ্ছল।
নির্মম ঘাতকের দল বাবা-মা, ভাবী-দাদার সাথে
তোমাকেও একদিন মুড়ে দিয়েছে রক্তাক্ত চাদরে
গুলি করে কবুতরের চোখ খুবলে নিয়েছে
গুলি করে মাথা থেঁতলে দিয়েছে চাতকের
আঃ! এতো বীভৎস! এতোটা নারকীয়! এতো পাষাণ হয় মানুষ !
এতটুকু কষ্ট হয়নি তাদের, এতটুকু কাঁপেনি হাত
রূপকথার খোলস ভাঙা, কি ভীষণ ভয়ানক সেই রাত!
তোমাকে মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে দেয়নি রাসেল
তোমাকে বাবার বুকে মাথা রেখে ঘুমোতে দেয়নি
তোমার যন্ত্রণা, তোমার কষ্ট আমাদেরও ঘুমোতে দেয় না রাসেল
তোমার শেষ মুহূর্ত ঘাতক পশুদের গলা টিপে ধরে।
আনা ফ্রাঙ্কের ডায়েরী, দহনকাঠির মতো সত্য অক্ষরে অক্ষরে
আহা রাসেল ! তুমি যে মায়ের আঁচল জড়ানো জীবন্ত দগ্ধ খোলা পাতা, হৃৎপিণ্ড উগলে নেওয়া বর্ণমালা
আজ তাই সবুজের বুকে লাল টকটকে স্বাক্ষরে, গনগনে আঁচের একটা সূর্যের নাম রাসেল
আজ স্বাধীন বাঙালির ঘরে ঘরে নিয়ত জন্ম নেয় হাজার হাজার ছোট্ট রাসেল ।
গর্বের সাথে যারা চিনে নেয় রূপকথার বাস্তব নাম
গর্বের সাথে যারা বলতে শেখে
আমার বাবার নাম বঙ্গবন্ধু
আমার বন্ধুর নাম বঙ্গবন্ধু
আমার জাতির নাম বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর সন্তান, আমি রাসেল।