আমায় ডাকে

শরৎ এলে কাশফুলেরা
আমায় ডাকে – আয়,
অপূর্ব সব ছবি তোলার
সময় বয়ে যায়।
আমায় ডাকে নীল আকাশে
পেঁজাতুলো মেঘ –
আমার সাথে উড়বে বলো
দিয়ে হাওয়ার বেগ।
আমায় ডাকে শিউলি, বকুল
হাসনাহেনা, বেলি –
চলো আমরা সবাই মিলে
মনখুশিতে খেলি।
আমায় ডাকে গাঢ় সবুজ
আমন ধানের মাঠ –
আমার কাছে নিতে পারো
সুখে থাকার পাঠ।
সবার ডাকে সাড়া দপবো
এমন সময় কই!
পড়ালেখায় মগ্ন আমি
ঘরের ভেতর রই।
অনন্যা/এসএএস