যে শিশুটি পথের ধারে
যে শিশুটি পথের ধারে
বসে থাকে রোজ
আমরা কি ভাই নিচ্ছি তার
একটুখানি খোঁজ?
রোদ – বৃষ্টি মাথায় নিয়ে
কাটে তার বেলা
সব কিছু দেখেও তবু
কেন করি হেলা?
চেয়ে দেখ ওই শিশুটির
কষ্টে কাটে দিন
সাধ্য যাদের আছে তারা
কেন এত হীন?
ক্ষুধার জ্বালায় কেঁদে মরে
শব্দ শুনতে পাও?
আদর – স্নেহ, যতন করে
কোলে তুলে নাও।
এসো আমরা সবে মিলে
ওদের ভালো রাখি
শিশুর মাঝে দেখতে পাবে
হাসিমাখা আঁখি।