শালিকের বাসা

কাঁঠাল গাছে গর্ত করে
কাঠঠোকরা এক পাখি,
পাখি তো নয় তাকে সবে
শিল্পী নামে ডাকি।
সেই খোঁড়লে বাসা বাঁধে
দুইটি শালিক এসে,
হঠাৎ ছানার ডাক শুনা যায়
স্তব্ধ পরিবেশে।
দুষ্টু ছেলে ধরতে ছানা
যেই উঠেছে গাছে,
জোড় শালিকের ঠোকর খেয়ে
তিড়িংবিড়িং নাচে!
ক’দিন পরেই ছানা দুটো
পাখনাতে ভর করে,
শত্রুসীমার বাইরে চলে
গেছে চিরতরে।
অনন্যা/এসএএস