রুগ্ণ কথন

মনের দুঃখে ভাসি আমি দিবানিশি ভর
সবাই কষ্ট দিয়ে যায়, কেবা আপনপর?
ভালোবাসা হ্রাস পাচ্ছে দিনের পর দিন
সুবিধা যে নেয় সবাই শোধ করে না ঋণ।
তিক্ত কথার বাণে বাণে হৃদয় জর্জরিত
ছদ্মবেশ সবার মুখে, হাসি বেজায় স্ফীত।
সত্যি প্রেমের বেজায় ভাটা সবার মনে মনে
বদলে যাচ্ছে মানুষগুলো মুহূর্ত আর ক্ষণে।
বিশ্বাসের পাল্লাটা আজ অনেক নিম্নগামী
কাঁড়ি কাঁড়ি টাকাতে হয় ভালোবাসা দামি।
মূল্যবোধের মূল্য কোথাও, নেয় আজকাল
ঘুণে ধরা সমাজটা তাই বড্ড টালমাটাল।
অনন্যা/জেএজে