Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশ্নগুলো জীবনের

আর কত নৃশংস হলে-
নরপশুদের থাবা থেকে বেরিয়ে আসবে সভ্যতা,
সুশৃঙ্খল সমাজ গড়বে ভেঙে নির্লজ্জ ও নগ্নতা?

আর কত রক্ত ঝরলে-
শান্ত হবে অশান্ত কুৎসিত বিকৃত মস্তিষ্কের খেলা,
মানুষ তার মনের মাধুরিতে ভাসাবে সুখের ভেলা?

আর কত জীবন গেলে-
ধুলোয় লোটাবে না কষ্টার্জিত আত্মশুদ্ধি সম্মান,
থাকবে স্বাধীনতা, ঘুচবে মানুষ মানুষের ব্যবধান?

আর কত শিক্ষা হলে –
প্রতিদিন জীবন নিয়ে খেলবে না হাতেগড়া শিষ্য,
সভ্যতাও হবে না আর মানবিক দন্যতায় নিঃস্ব?

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ