Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গণিতে স্বর্ণপদক বাংলাদেশের!

বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া-প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে (এপিএমও) স্বর্ণপদক অর্জন করেছে। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য এপিএমও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির জন্য একটি বার্ষিক গাণিতিক প্রতিযোগিতা আয়োজন করে।

 

এ ছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজাত আহমেদ এবং নটরডেম কলেজের আদনান সাদিক দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন। দলের ছয় সদস্য বিশেষ সম্মাননা পান। 

 

এবারের ইভেন্টে ৩০টি দেশের মোট ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। মোট দলীয় স্কোর ৯৯ নিয়ে বাংলাদেশ ২১তম স্থানে রয়েছে। আয়োজকরা ২৯ শে জুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছিলেন। 

 

বাংলাদেশ ২০১০ সালে প্রথম এপিএমওতে অংশ নিয়েছিল।  বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি (বিডিএমও) স্থানীয়ভাবে এপিএমওর আয়োজন করে। গত দশকের ফলাফল অনুসারে, বাংলাদেশ ১১ টি রৌপ্য পদক, ৩৪ টি ব্রোঞ্জ পদক এবং ৩১ টি বিশেষ পুরষ্কার সহ মোট ৭৬ টি পদক জিতেছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়জিদ ভূঁইয়া জুয়েল বলেন, বাংলাদেশ দল গতকয়েক বছরে একাধিকবার শীর্ষ ২০ টি দেশের মধ্যে রয়েছে।

 

বাংলাদেশের তরুণ-তুরুণিরা যেখানেই সুযোগ পেয়েছে প্রমাণ করতে কিংবা দেশকে তুলে ধরার সেখানেই তারা তাদেরকে প্রমাণ করছে। দেশের শিক্ষা ভিত্তিক গবেষণা এগিয়ে গেলে উন্নয়নের রোল মডেল হবে এদেশ।
 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ