পদ্মা সেতু

পদ্মা নদীর নামটি শুনলে
বুকে ধরতো কাঁপন,
নৌযান ডোবা কত যাত্রীর
করতে হতো দাফন!
পদ্মার বুকে স্বপ্নের সেতু
শোভা পাচ্ছে বেশ,
পদ্মার জলে ডুবে মরার
দিন যে হলো শেষ।
পদ্মার পাড়ে পৌঁছে এখন
সময় হয় না নষ্ট,
দূর হয়েছে যানবাহনে
বসে থাকার কষ্ট।
উন্নয়নের জোয়ার বইবে
দক্ষিণ বঙ্গের জেলায়,
কেউ থাকবে না অনাহারে
ভাসবে সুখের ভেলায়।
পদ্মা সেতু গর্বের প্রতীক
দেশের অহংকার,
অর্থনীতির চাকা ঘুরবে
বাড়বে প্রবৃদ্ধির হার।
অনন্যা/এসএএস