বর্ষার পদার্পণ

ছবিঃ সংগৃহীত
আকাশ জুড়ে চলছে আজ
সাদা মেঘের খেলা,
জানান দিচ্ছে পেঁজা মেঘ
বর্ষা দিনের বেলা
ডাকছে আকাশ খুব জোরে
ব্যাঙের হাঁকাহাঁকি,
দিনের বেলা অন্ধকার
কাদা মাখামাখি।
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল
বেজায় বৃষ্টি হয়,
আকাশ থেকে বিজলী নামে
মনে জাগে ভয়।
আমন ধানে মাঠ ভরাতে
কৃষক খুব ব্যস্ত
বৃষ্টি জলে ভিজেও তারা
হয়না পরাস্ত।