আমিরাত নারীদের জন্য নিরাপদতম দেশ
নারী নিরাপত্তায় বর্তমানে বিশ্বের প্রতিটি দেশই কাজ করে যাচ্ছে। নারীরাও যেন অন্যদের সাথে এগিয়ে যেতে পারে সেজন্য প্রতিটি দেশই নারীদের দিয়ে যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত নারীদের জন্য নিরাপদতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্সটিটিউট ফর উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটির পরিচালিত 'উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্স ২০২১' শীর্ষক জরিপের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাত থেকে জরিপে অংশ নেয়া ১৫ বছর বা তার বেশী বয়সী নারীদের মধ্যে ৯৮.৫ ভাগই জবাব দিয়েছেন, তারা 'রাতেও শহরে বা তাদের বসবাসের এলাকায় একাকী চলায় নিরাপদ বোধ করেন', বলে প্রতিবেদনে জানানো হয়।
অপরদিকে ইতিবাচক জবাব নিয়ে ৯৬.৯ ভাগ অংশগ্রহণকারীর সিঙ্গাপুর রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে।
অন্যদিকে তালিকার সর্বশেষে অবস্থান করছে আফগানিস্তান ও সিরিয়া।