আহ্বান
নিয়ম যারা ভাঙে বেশি
কণ্ঠে তাদের বেজায় জোর,
আঁধার রাত্রি জোর খাটালে
কেমনে হবে ফরসা ভোর!
নর্দমা সব বলে বেড়ায়
তাদের কাছে ঝর্নাজল,
মানবতার বুক ভেঙ্গে যায়
দু’চোখ জলে ছলাৎ ছল।
দুষ্টরা দেখ মুখোশ পরে
আজ সেজেছে ভদ্রলোক,
ল্যাংটা করো জাতির কাছে
প্রবঞ্চনা বন্ধ হোক।
অনন্যা/এসএএস