প্রাক্তন
অবিনশ্বর প্রেমে নিরাশার বালুতটে
ধুয়ে মুছে যায় বিমর্ষ বেদনা যত কেবল
ভালোবাসা পেলে সত্তায় অনুভবে,
ভালোবাসা ছেড়ে মানুষ বাঁচে
কী করে?
বাঁচবে বলেই তো মানুষ
নিরুপায় হয়ে অবশেষে
কখনো কখনো মজে নতুন প্রেমে
এক অদৃশ্য ক্ষত আড়ালে রেখে
প্রাক্তন ভুলে ।