Skip to content

তিনমাসে জয়ার চার সিনেমা

তিনমাসে জয়ার চার সিনেমা

চলচ্চিত্র ক্যারিয়ারে যেন সোনালি সময় পার করছেন জয়া আহসান। তিন মাসের ব্যবধানে মুক্তি পাচ্ছে তাঁর চারটি সিনেমা বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে। এর মধ্যে ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’, ১৬ মে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’। আর আজ ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত নতুন সিনেমা ‘ডিয়ার মা’।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘ডিয়ার মা’ আসছে ১৮ জুলাই। পোস্টে সিনেমার ট্যাগলাইন লেখা ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’।

এ নিয়ে অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে জয়ার দ্বিতীয় কাজ হতে যাচ্ছে। এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন হিন্দি সিনেমা ‘কড়ক সিং’এ, যেটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।

‘ডিয়ার মা’ নিয়ে পরিচালক অনিরুদ্ধ বলেন, এটি মূলত একজন মা, তাঁর মেয়ে এবং পরিবারের সম্পর্ক ঘিরে নির্মিত একটি মানবিক গল্প। ছবির প্রধান চরিত্রে থাকছেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

জয়া এর দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই ছবিতে আমি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছি। বলতে গেলে, এই প্রথমবার মায়ের ভূমিকায় কাজ করলাম। এটা সম্পর্ক, আত্মিক টান আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প।’

এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’এ জয়াকে দেখা গেছে এক প্রভাবশালী সাংবাদিকের চরিত্রে, আর ‘উৎসব’এ অভিনয় করেছেন এক রহস্যময় ভূতের ভূমিকায়। অন্যদিকে ‘জয়া আর শারমিন’ সিনেমায় উঠে এসেছে কোভিডকালে আটকে পড়া দুই নারীর সম্পর্কের টানাপোড়েন, যেখানে বাস্তবতা, ভয় আর সাহস মিলেমিশে তৈরি করেছে এক আন্তরিক আখ্যান।

তিন মাসে তিন ভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া চারটি ভিন্ন স্বাদের সিনেমায় জয়ার বহুরূপী উপস্থিতি আবারও প্রমাণ করছে এই অভিনেত্রী কেবল জনপ্রিয়ই নন, অভিনয়ে প্রতিবারই নিজেকে ভাঙতে জানেন।