শূন্যতার আবহ সংগীত
আমি চলে গেলেও
পৃথিবীতে নিয়ম করে ফাগুন আসবে
নতুন পাতারা সারিয়ে দিবে শীতের সমূল রুগ্নতা
ফুলের আঘাতে ফুল লুটোপুটি খাবে বাগানে
তবুও পাতাঝরা দুপুরের গোপন কান্না
শূন্যতার আবহ সংগীত শোনাবে উত্তরের বাতাস।
হুটহাট হু হু করে ওঠবে কারো বুকের ভেতরটা
ক্রমশঃ তোমার মনে বেদনা জাগাবে নৈশব্দে; গোপন।