পূর্ণি ভরা আলো
পূর্ণিমার এই চাঁদ উঠেছে
পুবের ওই আকাশে,
মেঘেরা সব যাচ্ছে ভেসে
দুঃখের হাসি হেসে।
আকাশের মন ভীষণ খারাপ
কয় না কভু কথা,
চাঁদের আলোয় আঁধার পুড়ায়
যায় না বুকের ব্যাথা।
হেলে-দুলে যাচ্ছে চলে
মান-অভিমান সবই ভুলে,
ইচ্ছে হলেই আসবে ফিরে
পূর্ণি ভরা আলোর ভিড়ে।