অকাল বৃষ্টি

ঋতুর বদল হয়ে যাচ্ছে
দিনের পর দিন,
বিরূপ ছাপ আজ প্রকৃতিতে
বেড়ে যাচ্ছে ঋণ।
শীতকালে ও বর্ষা নামে
ভরা বর্ষায় খরা,
ঘ্যাঙর ঘ্যাঙ মনের সুখে
ব্যাঙ আত্মহারা।
বোরো ধানের বেহাল দশা
ভাসে জলের তলে,
ডুবে গেছে হাওড় বাঁওড়
চোখে অশ্রু গলে।
একটু বৃষ্টিতে বন্যা নামে
রাস্তা ভরা জল,
কৃষকের খুব কষ্ট বাড়ে
দু’চোখ টলমল।
অনন্যা/জেএজে