বিয়ের মতো এত বড় কাজ গোপনে করতে পারব না : তমা মির্জা
অনেকটা সময় ধরেই গুঞ্জন ভাসছে পরিচালক রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার।এই জুটির প্রেমের গুঞ্জন ছাপিয়ে এখন শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন। সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে।
গতকাল সোমবার (৩ মার্চ) ছিল পরিচালক রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গিয়েছে তার মা, অন্যপাশে দেখা গিয়েছে তমা মির্জাকে।এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন পরিচালক রায়হান রাফী।উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন অভিনেত্রী তমা মির্জা।
অতঃপর প্রেমের সম্পর্কের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তমা মির্জা। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্কের খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন।আরও লিখেছেন, ‘আমি সকল গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অহেতুক গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

(প্রথম আলোর সূত্র হতে) তমা মির্জা প্রথম আলোকে জানালেন, বিয়ের খবরের তো বিন্দু পরিমাণ সত্যতা নেই। যেহেতু আমরা দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর ভালোবাসা, তারপর বিয়ের সিদ্ধান্ত—এভাবেই তো হয়। কিন্তু বন্ধুত্বের বাইরে রাফীর সঙ্গে আমার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। তাই আমার ঘনিষ্ঠজনেরাও বিয়ের মতো খবর ছড়াতে পারে না। বিয়ে অনেক বড় একটা বিষয়—দুইটা পরিবার জড়িত থাকে। আছে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, মিডিয়ার মানুষও। আমি পাবলিক ফিগার, একজন সাধারণ মানুষ না যে কাজি ডেকে বিয়ে করলাম, কেউ জানলও না। আমার বিশাল সার্কেলও আছে। বিয়ের মতো এত বড় কাজ লুকিয়ে ও গোপনে করতে পারব না। তা ছাড়া রাফীও তো একজন জনপ্রিয় এবং পরীক্ষিত পরিচালক, চাইলে সে–ও লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে! প্রেমের গুঞ্জন হয়, এটা হয়, সেটা হয়—আমি কোনো মন্তব্য দিই না। কারণ, আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করি, নানা ধরনের আলোচনা-সমালোচনা উঠবে। কিন্তু তাই বলে বিয়ের গুঞ্জন! আমি মনে করি, আমাকে কাজের মাধ্যমে আলোচনায় থাকতে হবে। অন্যান্য ব্যক্তিগত বিষয়ে তাই শিগগিরই মন্তব্য করতেও চাই না। তিনি আরও জানান, রাফী হলো আমার পরিবারের একটা অংশ। এই পরিবারের অংশ দিলরুবা আপু (একজন চিকিৎসক), (মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া) মিথিলাও। তাঁদের জন্মদিনও উদ্যাপন করি। অন্য দুজন মেয়ে, রাফী ছেলে বলে এখানে সম্পর্কটা ভিন্নভাবে বিশ্লেষণ হবে, তার কোনো অবকাশ নেই। গত এক-দেড় বছর কাজের বাইরে আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আগামী দুই বছরও প্রেম, বিয়ে নিয়ে আমার চিন্তা নেই। আপাতত প্রেম-ভালোবাসার মধ্যেও থাকতে চাই না। শুধু কাজে ফোকাস করতে চাই।
সর্বপরি, তিনি জানিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে তিনি অবগত নন, তার ভাগ্যে কী আছে সে জানেন না। বর্তমানে তিনি কোনো সম্পর্কে জড়িত নন। কাজ নিয়েই তিনি ব্যস্ত থাকতে ছান।
অনন্যা ডেস্ক/ এসএস