Skip to content

২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিন্ন সাজে পূজার দিনে

পূজা যেন দরজায় খুব জোরে কড়া নাড়ছে। সময় একদম নেই বললেই চলে। যা প্রস্তুতি এখন থেকেই সব নিয়ে রাখতে হবে। প্রস্তুতির পাশাপাশি প্রয়োজন কিছু পরিকল্পনা। এই যেমন কোন দিন কিভাবে সাজবেন, কোন দিন কোন রঙের পোশাক পরবেন। সব মিলিয়ে আগে থেকেই একটা প্রস্তুতি প্রয়োজন রয়েছে। এছাড়াও পোশাক আশাক অনেকটাই নির্ভর করবে পরিবেশ ও প্রকৃতির উপর এবং তার উপর নির্ভর করবে কিভাবে সাজগোজ করা হবে।

তাই প্রস্তুতিতে কোন দিন কিভাবে সাজা যায়, তার একটা ছোট্ট পরিকল্পনা এখনই করে ফেলা যাক –

ষষ্ঠীর সাজ

পূজার সাজে শুরু ষষ্ঠী থেকেই। ষষ্ঠী মানেই হালকা পাতলা সাজ ও খুব আরামদায়ক পোশাক। পোশাকের রং যেন একটু হালকা হয়। চোখে কাজল, গালে ব্লাশন, ঠোঁটে হালকা কোন রঙের লিপস্টিক চুলগুলো ছেড়ে রাখলেই বেশ সুন্দর লাগবে।

সপ্তমীর সাজ

সপ্তমীতে সাজে থাকুক স্নিগ্ধতা। সপ্তমীতে অঞ্জলি দিতে যাওয়ার সময় সাজটা হালকা এবং সজীব রাখুন। এদিন সুতি আরামদায়ক পোশাক মানানসই। এমন পোশাকের সঙ্গে বেইজ মেকআপে ত্বকের সঙ্গে মিলিয়ে ট্যান্সলুসেন্ট পাউডার কিংবা বিবি ক্রিম লাগাতে পারেন। ঠোঁটে দিন করোল, হালকা গোলাপি, কমলা লিপস্টিক। গালে হালকা রঙের ব্লাশন। সাজে থাকবে সজীবতা।
সপ্তমীর রাতের সাজে চোখে সাজে বিশেষ নজর দিন। আইশ্যাডো, কাজল, আইলাইনার নিজের পোশাকের সাথে মানানসই যাতে হয় সেদিকে খেয়াল রাখবেন। ঠোঁটে একটু গাঢ় লিপস্টিক পরার চেষ্টা করুন।

অষ্টমীর সাজ

অষ্টমীতে বেনারসি, সিল্ক, কাতানের মতো ভারী শাড়ি পরতে পারেন অনায়াসে। এদিন সাধারণত দিনের হালকা আর রাতে ভারী সাজা হয়। রাতে ভারী সাজের ক্ষেত্রে সাজার আগে মুখ টোনিং করে ওয়াটার বেইজ ফাউন্ডেশন দিন। এরপর ফেস পাউডার ও ব্রাউন ব্লাশন লাগান। চোখের সাজে এখন উজ্জ্বল রং খুব চলছে। পোশাকের বিপরীত রঙের বা রং মিলিয়ে দুই শেডের আইশ্যাডো লাগাতে পারেন। সবশেষে পছন্দমতো লিপস্টিক দিয়ে সাজ সম্পন্ন করুন। হেয়ারস্টাইলে চুল কোঁকড়া করার ধারা এখন জনপ্রিয়। শাড়ির সঙ্গে চুল কোঁকড়া করে খুলে বা খোঁপা করে রাখতে পারেন। আলতা, টিপ আর সিঁদুর পরে সাজে পূর্ণতা আনুন।

নবমীর সাজ

নবমী, পূজা প্রায় শেষ। তার মানে সাজগোজেরও ধুম শেষ। তবে এই শেষটাও যাতে জমকালো হয় সেটাও মাথায় রাখতে হবে। নবমীর সাজ হবে গর্জিয়াস। অষ্টমীর মতো এদিনও জামদানি, কাতান বা সিল্কের শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরতে পারেন। এ ধরনের পোশাকের সঙ্গে চোখে কনট্রাস্ট আইশ্যাডো এবং ম্যাচিং করে সোনালি কিংবা রুপালি হাইলাইট ভালো লাগবে। লিপস্টিক গাঢ় দিতে পারেন। পোশাকের সাথে মিলিয়ে ভারী গয়না পরার পরিকল্পনা রাখতে পারেন।

দশমীর সাজ

পূজার প্রাণ মানেই বিজয়াদশমী। দশমী মানেই সাবেকী সাজ। দশমীতে সবাই সিঁদুর খেলায় মেতে ওঠে। দশমীতে লাল শাড়ি, সাদা শাড়ি লাল পাড়ের ঐতিহ্য লক্ষ করা যায়। দশমীর আয়োজনের মতো সাজপোশাকও হয় জমকালো। এদিন চোখজোড়া উজ্জ্বল রঙে কিংবা স্মোকি লুকে সাজাতে পারেন। সঙ্গে মোটা করে কাজল, আইলাইনার, মাশকারা পর্নন। আবার আইলাইনার এড়িয়ে শুধু আইশ্যাডোতে চোখে গর্জিয়াস কিন্তু স্নিগ্ধ লুক আনা যায়। গালে ব্লাশন আর ঠোঁটে গাড় রঙের লিপস্টিক দিন। খোঁপা কিংবা খোলা চুলে জড়িয়ে নিন তাজা ফুল।

আনন্দে আয়োজনের পূজা উপভোগ করুন মন প্রান ভরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ