Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

হইচই

চারিদিকে হইচই শোরগোল শুনি
উল্লাসে নাচে আহা! শ্যামা-টুনটুনি।
প্রজাপতি উড়ছে পাখা মেলে সুখে
হইচই শোরগোল ধরণীর বুকে।

হইচই রবরব শিশুদের প্রাণে
হইচই-হইচই কবিতায় গানে!
হইচই হেথাসেথা, হইচই মাঠে
হইচই শিশুদের হৃদয়ের ঘাটে!

হইচইয়ে মুখরিত চারিপাশ আহা!
হইচই-হইচই, বাহ! বাহ! বাহা!
কিসের এত হইচই সব ঘরে ঘরে?
ঈদ নাকি এসেছে বছরটা ঘুরে!

তাই এত হইচই কমতি যে নাই-
ডুবে ডুবে হইচইয়ে প্রহর কাটাই।
হইচই সুর তুলে বলো মুখে মুখে
ঈদ হোক মোবারক, কাটুক তা সুখে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ