বাতাসে বৃষ্টির গন্ধ

এখনো রয়েছে বাতাসে বৃষ্টির গন্ধ
বৃষ্টি থেমে গেছে অনেক আগে
আকাশ এখনো ভীষণ রাগে
তবু ফুরফুরে মেজাজে প্রকৃতির ছন্দ।
হঠাৎ পুঞ্জীভূত মেঘমালা এসে
ভিজিয়ে দিলো শিশিরের বেশে
কেঁপে ওঠে বৃক্ষশাখা হিমশীতল ছোঁয়ায়
ঘাস ফুলগুলো স্তব্ধ বৃষ্টি ধোয়ায়।
বাতাসে বৃষ্টির গন্ধ
অন্তিম গোধূলি-বেলা
ধূসর-মেঘ ছুঁয়ে পাখিরা করছে না খেলা
উড়ছে না কোথাও, এখন ডানা মেলা বন্ধ।