কবিতার চাষি

কবিতা আমার আমি কবিতার
মাঝখানে নাই কিছু,
সকাল-সন্ধ্যা পইপই করে
ঘুরি কবিতার পিছু।
আমি কবিতার চাষি
কবিতাকে ভালোবাসি,
যেখানেই যাই শেষে
কবিতার কাছে আসি।
কবিতা আমার মনের আকাশে
মেঘের পাণ্ডুলিপি,
বৃষ্টি হয়ে সে ঝরে অবিরাম
উড়ে হয়ে জলপিপি।
কবিতাকে কাছে পেয়ে
ভুলেছি জীবনে সব,
তাকে ছাড়া হয় মনে
শূন্যতা অনুভব।
কবিতার ঋণ শোধরানো দায়
অর্থমূল্য দিয়ে,
যতদিন বেঁচে থাকি ধরণীতে
বাঁচবো কবিতা নিয়ে।