বাইশ এর আগমন আতিকুর রহমান প্রকাশ: ১ জানুয়ারী ২০২২, ০২:৫৭ পিএম একুশ গেলো স্মৃতি রেখে বাইশ এর আগমন এই ভাবেতে যায় চলে যায় কতশত সন। নতুন সনে নতুন হাওয়া লাগুক সবার গায় সুস্থ-সবল দিনগুলো যাক এটাই সবাই চায়। নতুন গানে মনেপ্রাণে উঠুক মনে সুখ কেটে যাক বিশ্বজুড়ে মানবের দুখ। Share