Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাইশ এর আগমন

একুশ গেলো স্মৃতি রেখে
বাইশ এর আগমন
এই ভাবেতে যায় চলে যায়
কতশত সন।

 

নতুন সনে নতুন হাওয়া
লাগুক সবার গায়
সুস্থ-সবল দিনগুলো যাক
এটাই সবাই চায়।

নতুন গানে মনেপ্রাণে
উঠুক মনে সুখ
কেটে যাক বিশ্বজুড়ে
মানবের দুখ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ